ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির আজাদী বাজার আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শূরা বৈঠকে মুহতামীম মাওলানা হাবিব উল্লাহকে ৬ মাসের অব্যাহতি দিয়েছে। মাওলানা জাফরুল্লাহ কে নতুন মুহতামীম নিয়োগ দেয়া হয়েছে।
গঠিত হয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত শূরা বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের আমীর ও বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। শূরা বৈঠকে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার মোহতামিম খলিলুর রহমান, মাওলানা শেখ আহমদ শাহ, মাওলানা শোয়াইব, মুফতি জসিম, মাওলানা হাফেজ নূরুল হুদা, মাওলানা মাহমুদ শাহ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আলমগীর, মাওলানা সলিম উল্লাহ, মাওলানা নাসিন, মাওলানা আবদুল মতিন, মাওলানা হাবীব উল্লাহ।
বৈঠকে মুহতামীমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে ৪ সদস্য বিশিষ্ট্য এবং দোকানগৃহ জটিলতা নিরসনে ৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত ২২ জুলাই মাদরাসাটির মোহতামিম হাবিবুল্লাহর বিরুদ্ধে মাদ্রাসা স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে মাদ্রাসার আয়-ব্যয় অনিয়ম র্দূণীতি, সেচ্চাচারিতা, শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগ করেন এলাকাবাসী। তারা ৯৬ ঘন্টার আল্টিমেটাম দেন মুহতামীমকে অপসারনের দাবী জানান। এরই পেক্ষিতে জরুরী শূরার বৈঠক বসেন।
শূরার বৈঠক চলাকালীন মাদরাসা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদের নেতৃত্বে। এরি মধ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি পরিদর্শন করেন যান মাদ্রাসা। তবে তারা কেউ সুরা বৈঠকে যাননি।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ বলেন, আইন শৃংখলা রক্ষায় পুলিশের উপস্থিতি ছিল। তবে সুরা বৈঠক শুরু এবং শেষ পর্যন্ত কোন গন্ডগোল হয়নি।
Leave a Reply