ভাটিয়ারীতে বিয়ের দেড় মাসের মাথায় গৃহবধূর আত্নহত্যা

সীতাকুণ্ডে বিয়ের দেড় মাসের মাথায় গলায় ফাঁস দেওয়া জান্নাতুল ফেরদৌস নাঈমা (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোডের পূর্বপাশ্বে ৪নং ওয়ার্ডের খুরশিদ গাজির বাড়িতে এঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে অভিমান করে সে আত্নহত্যা করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, গত দেড়মাস আগে উক্ত এলাকার মাঈনুল হোসেন আরজুর সাথে চট্টগ্রাম নগরীর হালিশহরের ফুল চৌধুরীপাড়ার মোঃ নবীর মেয়ে নাঈমার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। মধ্যে রাতে স্ত্রী পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

আত্নহত্যার কারণ জানা না গেলেও স্থানীয় ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিয়ে হয়েছে মাত্র দেড়মাস আগে। গৃহবধূটা শারীরিক অসুস্থ ছিল বলে শুনেছি। গৃহবধূর আত্নীয় স্বজন বলেছিল তাকে পাহারা দিয়ে রাখতে। গৃহবধূ বৃহস্পতিবার রাতে দুইবার বাথরুম গিয়ে পড়ে পায়ে ব্যথা পায়। এরপর স্বামীর অজান্তে আবার গিয়ে আত্নহত্যা করে। সীতাকুণ্ড মডেল থানার এসআই সোহেল আহমেদ বলেন, একটি রুম থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্তবস্থায় এক গৃহবধূ লাশ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সে অভিমান করে আত্নহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *