সীতাকুণ্ড প্রতিনিধি: তরুণ প্রজন্মকে মাদকাসক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত করতে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ চেয়ারম্যান ঘাটা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত “চেয়ারম্যান ঘাটা প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে মাদামবিবিরহাটস্থ সাগর পাড় মাঠে অনুষ্ঠিত ফাইনালে অংশ নেয় চেয়ারম্যান ঘাটা নাইট রাইডার্স বনাম চেয়ারম্যান ঘাটা ফ্যালকন একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। এতে নাইট রাইডার্স ৪-২ গোলে ফ্যালকন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রনি এবং সেরা গোলকিপার হন মোঃ জাবেদ। টুর্ণামেন্টে ৬টি দল অংশ নেয়।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রপি এবং প্রাইস মানি তুলে দেন ই এন ট্রেডার্সের এমডি ইমরান হোসেন লিটন। মোঃ সাহেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাফের ট্রেডিং এর এমডি জাবের কাইসার, ইউপি সদস্য কামরুল আজম মানিক, সীতাকুণ্ড উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব, ব্যাংকার গিয়াস উদ্দিন টিটু, ব্যবসায়ী মোঃ নাছিম, মোঃ নুরুউদ্দিন, আরাফাত রহমান রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply