সাবেক ডেপুটি স্পিকার ও মন্ত্রী এল কে সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

সীতাকুণ্ড প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক পানি সম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এই দিনে তিনি ফুসফুসে জটিল রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ মঙ্গলবার (১আগস্ট) এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি সীতাকুণ্ড উপজেলার রহমতনগর গ্রামে সকালে কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *