চাক্তাই-খাতুনগঞ্জ থেকে ১৭০০ কেজি পলিথিন জব্দ : ৬০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় নিষিদ্ধ পলিথিনের গোডাউনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন ও রহমান এন্ড ব্রাদার্সেরএকটি গোডাউন থেকে আনুমানিক ১৭০০ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। একইসাথে উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ ২ অক্টোবর সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেক জানান, আমরা পলিথিনমুক্ত নগরী গড়ার জন্য বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *