তাইওয়ানের সেনা প্রধান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত

তাইওয়ানের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনা প্রধান নিহত হয়েছেন।

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই দুর্ঘটনায় তিন মেজর জেনারেলসহ আট সিনিয়র কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।

এক বিবৃতিতে বলা হয়, সেনা প্রধান শেন ই-মিং ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউএইচ-৬০এম হেলিকপ্টারটি তাইপে নগরীর কাছে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। নতুন চন্দ্র বছরের প্রাক্কালে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান অঞ্চলের সৈন্যদের নিয়মিত পরিদর্শনের জন্য উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয়।

এয়ার ফোর্স কমান্ডার সিউং হোচি সাংবাদিকদের জানান, ‘পাঁচজন বেঁচে গেলেও আমাদের আট সহকর্মী প্রাণ হারিয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত এবং তাদের পরিবারের জন্যে রয়েছে আমাদের সমবেদনা।’

প্রেসিডেন্ট তিসাই ইং ওয়েনের কার্যালয় থেকে বলা হয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে তিনি তিনদিনের জন্যে তার নিবাচনী প্রচারণা বন্ধ রাখবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *