আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড (আকবরশহ- পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিল ডক্টর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (১৫ অক্টোবর) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিছার উদ্দিন মঞ্জু আনুষ্ঠানিক ভাবে চট্টগ্রাম-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেন।
মতবিনিময় সভাকালে সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, এম, হেদায়েতসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply