বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সুপার ওভারে সিলেটকে হারিয়ে টুর্নামেন্টে আশা টিকিয়ো রাখলো কুমিল্লা ওয়ারিয়র্স।
সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে মুজিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে ৭ রান করে ফ্লেচার-রাদারফোর্ড। জবাব দিতে নেমে শুরুতে সৌম্য সরকারকে হারালেও ডেভিড ভিজের ব্যাটে ২ বল আগেই জয় তুলে নেয় কুমিল্লা ওয়ারিয়র্স।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান জড়ো করে কুমিল্লা ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ রান করছেন চলতি বিপিএলের প্রথম ম্যাচে খেলতে আসা উপল থারাঙ্গা। ৯ চারে ৩১ বলে ৪৫ রান করেন এই লঙ্কান ব্যাটসম্যান।
এছাড়া মাহিদুল ১৯, সাব্বির ১৭, উইজ ১৫, জিল ১০ এবং সৌম্য করেন ৫ রান। বল হাতে সিলেটের হয়ে ৩ উইকেট নেন এবাদত ও রাদারফোর্ড। সোহাগ গাজী নেন ২ উইকেট।
১৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে সিলেট থান্ডার। তবে স্রোতের বিপরীতে দারুন ব্যাটিং করেন বোলার সোহাগ গাজী। ২৯ বলে তার ঝড়ো ফিফটিতে জয়ের আশা দেখে সিলেট থান্ডার।
তবে সিলেটের আশায় বাঁধা হয়ে দাড়ান মুজিব উর রহমান। এক ওভারে সোহাগ গাজী-মিলনদের ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। কিন্তু শেষের দিকে এলোমেলো বোলিং করেন আল আমিন হোসাইন। আবারো আশা দেখে সিলেট। শেষ ৬ বলে ১৫ রান প্রয়োজন হলে শুরুতে পরপর দুই বলে বাউন্ডারি মারেন নাভিন উল হক। পরের বলে রান আউট হলেও শেষ বলে ১ রান নিয়ে ম্যাচ ড্র করেন মনির হোসাইন। ফলে সুপার ওভারে গড়ায় ম্যাচ।
কুমিল্লার হয়ে দারুণ বোলিংয়ে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন মুজিব উর রহমান। এরপর সুপার ওভারেও দারুণ বোলিং করেন তিনি৷ ম্যাচ সেরার পুরস্কার উঠে তারই হাতে।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট থান্ডার: ২০ ওভারে ১৪০/৯ (থারাঙ্গা ৪৫, জিল ১০, সৌম্য ৫, সাব্বির ১৭, ইয়াসির ৫, উইজে ১৫, অংকন ১৯*, রনি ৭, সানজামুল ০, মুজিব ৩; নাভিন ০/২৫, ইবাদত ৩/৩৩, গাজী ২/২৩, নাঈম ০/১২, মনির ০/২১, রাদারফোর্ড ৩/১৯)।
কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৪০ (চার্লস ০, রনি ২, মিঠুন ১৩, রাদারফোর্ড ১৫, ফ্লেচার ১, মিলন ১৩, গাজী ৫২, নাঈম ০, নাভিন ১৫, মনির ১৬, ইবাদত ৩*; সানজামুল ১/২৪, মুজিব ৪/১২, উইজে ১/৩১, আল-আমিন ২/৩০, সৌম্য ০/২২, হায়দার ০/১৭)।
ফলাফল: সুপার ওভারে কুমিল্লা ওয়ারিয়র্স জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুজিব উর রহমান (কুমিল্লা ওয়ারিয়র্স)।
Leave a Reply