সোহা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে আলোর আশা

নববর্ষের প্রথম দিনেই স্কুল অব হিউম্যানিটি এন্ড অ্যানিমেশন সোহা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংগঠন আলোর আশা যুব ফাউন্ডেশন।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কোতয়ালি থানা ইউনিট অফিসার জাহান উদ্দিন।

তিনি বলেন, এই শিশুদের দ্বায়ভার আমাদের। আলোর আশা যে কাজটি করছে এটি সমাজের সকলের দায়িত্ব এই মহৎ কাজে সরকারের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসা উচিৎ। এই মহৎ কাজগুলোর মাধ্যমেই নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন স্বদেশ যুব ফাউন্ডেশনের সভাপতি আলমগীর সৈকত, চট্টগ্রাম ইয়্যত ফাউন্ডেশন সভাপতি মাকসুদুর রহমান রাসেল।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উল্লাস

আলোর আশা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনোয়ার এলাহি ফয়াসালের সভাপতিত্বে ও উপদেষ্টা শফিউল বশর এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব জিয়াউল কবির সোহেল বলেন, এই বাচ্চাদের সরাসরি পথশিশু থেকে মুক্ত করে আজ আমরা তাদের শিক্ষার্থী হিসাবে পরিচয় দিয়েছি। এই কাজটি করতে আমাদের দীর্ঘ দু বছর সময় অতিবাহিত হয়েছে। এখন আর তারা পথশিশু নয়, সমাজের কমভাগ্যবান শিশুদের জন্য সকলে এগিয়ে আসলে এরা দেশ ও সমাজের সম্পদে পরিণত হবে।

সিনিয়র সহ-সভাপতি মুরাদ শামসুল আলম খাঁন বলেন, পথশিশুদের নিয়ে কাজ করা অত্যান্ত কঠিন একটি কাজ তারপরও দৈনিক একবেলা খাবার বিতরণের মাধ্যমে এই বাচ্চাগুলো আজ পড়াশুনা মুখী। পেটে যদি ক্ষুধা থাকে পৃথিবীর অন্যকিছু আর সহ্য হয় না। তাই আমরা চাই এই দেশ ক্ষুধা দারিদ্র ও বেকার মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক এজন্য আলোর আশা সমাজের এই অধিকার বঞ্চিত শিশুদের অধিকার পূরণে কাজ করছে। সমাজের সকল বিত্তবানরা এগিয়ে আসলে আমরা সোহা স্কুল একটি পূর্ণাঙ্গ স্কুলরুপ দিতে পারবো এই আশাবাদী।

শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক বিপ্লব বলেন, আমরা সোহা স্কুলের মাধ্যমে এদের চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান করি পঞ্চম শ্রেণিতে বিভিন্ন স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয় এবং তাদের যাবতীয় ব্যয়ভার সংগঠন থেকে বহণ করা হয়।

এছাড়া ও উপস্থিত ছিলেন নাজমাউল হুসনা, নওরীণ নেওয়াজ, নুরুল ইসলাম, নাজমুল সাকিব সহ সোহা স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বই বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে নববর্ষ উপলক্ষে খাবার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *