আবুধাবির রাষ্ট্রপতির নামে রাউজানে এক প্রবাসীর মেজবান

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে কয়েক বছর আগে দেশে ফিরে আসা রাউজানের এক প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন সেদেশের মরহুম রাষ্ট্রপতি জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে নিজ এলাকায় বিশাল মেজবান দিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছে ওই প্রবাসী দেশে ফিরে আসার পর থেকে প্রতি বছর ছোট পরিসরে সুলতান আল নাহিয়ানের নামে মেজবান দিয়ে আসছেন।

এবার তিনি ৪টি বড় মহিষ জবাই করে এলাকাবাসীর জন্য মেজবানের আয়োজন করেছেন। জানা যায় প্রবাসী জসিম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি কোম্পানীতে অন্তত ২০ বছর চাকুরী করে নিজ পরিবারের সমৃদ্ধি এনেছেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকে প্রতিবছর মুনিবের নামে এই মেজবান আয়োজন করে আসছেন।

গত বৃহস্পতিবার দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে এই মেজবানটি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ মেজবানে অংশ নিয়েছেন। অনেকেই বলেছেন এই খবরটি সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত পৌঁছলে সেদেশের শাষকরা বাংলাদেশি প্রবাসীদের উদারতা মূল্যায়ন করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *