চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় একটি খুনের ঘটনায় অভিযুক্ত আসামি এমদাদ (৩৮) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বায়েজিদের মাঝিরঘোনা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত এমদাদ বায়েজিদের শেরশাহ কলোনীর ফরিদ আহমদের ছেলে।
জানা গেছে, বায়েজিদ বোস্তামি থানা এলাকায় মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. রিপন নামে এক যুবক খুন হয়। সেই হত্যা মামলার এজাহারের ৫ নম্বর আসামি ছিল এমদাদ।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের মাঝিরঘোনা এলাকায় আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply