সুইপারের জুতার ভেতরে ২ কোটি টাকার সোনা!

-জুতোয়-স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশের একজন সুইপারের জুতায় লুকানো সোয়া ৪ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ। জব্দ করা ৩৬টি সোনার বারের আনুমানিক বাজারদর প্রায় ২ কোটি টাকা বলে জানা গেছে।

আজ ২ অক্টোবর বুধবার সকালে ফ্লাই দুবাই ফ্লাইটে করে স্বর্ণগুলো চট্টগ্রাম বিমান বন্দরে এসেছে গোপন সংবাদে কাস্টমস কর্মকর্তাদের বিশেষ নজরদোরীতে স্বর্ণগুলো ধরা পড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন সুইপার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় তার জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার মোহাম্মদ ইলিয়াসকে (৩০) আটক করার তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *