পেশাগত দায়িত্বপালনকালে বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজান প্রেসক্লাব। ১ নভেম্বর বুধবার সকালে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যাললের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহা সড়কে অনুষ্ঠিত সমাবেশে রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রেস ক্লাবের কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক আজিজ উদ্দিন ইমু।
বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সহ-সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম. রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া, সাংবাদিক মাওলানা তৈয়বুল ইসলাম, সাংবাদকর্মী নকিব সিদ্দির্কী, উপজেলা যুবলীগ নেতা ছাবের হোসেন, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্ত্তী, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মোহাম্মদ পথিক ইকবাল, অনন্ত প্রলয় চাকমা, তহিদুল আলম, ব্যবসায়ী আজাদ হোসেন, প্রবাসী ইসমাইল, ফোরকান। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যারা সংবাদকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে পুুলিশ সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
Leave a Reply