দূর পাল্লার বাস কাউন্টার পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক

অবরোধে দূর পাল্লার বাস ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখাসহ যাত্রী সাধারণের সকল ধরনের নিরাপত্তার স্বার্থে আজ ১ নভেম্বর বুধবার বিকেলে নগরীর ও.আর নিজাম রোডস্থ গরীরউল্লাহ শাহ’র মাজার সংলগ্ন দামপাড়া ও এ.কে খান এলাকার বাস কাউন্টার পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বাস কাউন্টার পরিদর্শনকালে তিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সকলের নিরাপত্তা প্রদানে সরকারের প্রত্যয় পূনঃব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তানভীর-আল-নাসীফ, সিএমপি’র ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ, ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন, বিআরটিএ’র সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, বাস মালিক গ্রুপের সভাপতি মোঃ খোরশেদ আলম, আন্তঃজেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবুল বাশার, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, এনএসআই, বিআরটিএ’র কর্মকর্তাবৃন্দ, পরিবহণ ও বাস মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *