ফৌজদারহাট-বায়েজিদ রোডে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সলিমপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার সময় উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ রোডে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এতে মনির চৌধুরী ও জিয়াউর রহমান (৪০) নামে দুই সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হন। এঘটনায় সিএনজি অটোরিকশা চালকও গুরুতর আহত হন। নিহত মনির চৌধুরী জঙ্গল সলিমপুরস্থ ১ নং সমাজের মৃত আবদুল খালেকের পুত্র এবং নিহত জিয়াউর রহমান বগুড়া জেলার শাহাজাহানপুর থানার জেলবল চালকদারের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সড়ে ৬টার দিকে সলিমপুর ইউনিয়নের বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যান সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির চৌধুরী ও জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, সকালে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশা চালকসহ তিনজন আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির চৌধুরী’র ছোট ভাই বাবুল চৌধুরী বলেন, আমার মেজ ভাই সাগরিকা এলাকায় একটি একটা গার্মেন্টসে গার্মেন্টসে চাকুরী করেন। সকালে সিএনজি করে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *