সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া হযরত শেখ ফাজিল (রহঃ) জামে মসজিদ সম্প্রসারিত অংশের উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৪ ( সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনের সাংসদ আলহাজ মোঃ দিদারুল আলম।
এতে অন্যান্যের বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার জাহিদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল আলম, সোনাইছড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ বেলাল উদ্দিন, হযরত পীর বার আউলিয়া (রহঃ) দরগাহ শরীফ ওয়াকফ এষ্ট্রেটের আম-মোক্তার মতোওয়াল্লী আলহাজ্ব সৈয়দ মোঃ মাকছুদুল আলম ও মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ ফোরকান।মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত আলহাজ মাওলানা মোঃ ইব্রাহিম খলিল আলকাদেরী।
Leave a Reply