চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বাসে আগুন

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাঠগড়ের গুমপাড়ায় পোশাক শ্রমিকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর দিন রোববার (৫ নভেম্বর) ভোরে এ আগুন দেয়।

এদিকে, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতালও চলছে।

এই দুই কর্মসূচির ফলে চট্টগ্রামের বিভিন্ন সড়ক-মহাসড়কে ভোর থেকে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। কমে গেছে মানুষের কোলাহল।

পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেন বলেন, বাসটি পোশাক শ্রমিকদের নেওয়ার জন্য পতেঙ্গা থানার কাঠগড়ের গুমপাড়ায় অপেক্ষা করছিল। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যান। এ সময় একদল লোক সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে আসেন। এরপর কয়েকজন পোশাক শ্রমিকের সামনে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *