বয়সের ব্যবধান মাত্র এক বছরের। কিন্তু দুই শিশু মায়াবী মোহে আচ্ছন্ন করে রাখতেন পরিবারের সবাইকে। সবার আদর-স্নেহের বন্ধনে দুজনের খুনসুটি ছিল পরিবারের সবাইকে মাতিয়ে রাখার উৎস। ভাগ্যের কি নির্মম পরিহাস, শুধু খেলার সাথী ছিলেন না, নিয়তি দুজনের বন্ধুত্বটাকে এমনভাবে গড়ে দিয়েছেন চিরবিদায়েও পরম মমতায় পাশাপাশি চিরঘুমে মগ্ন দুই আপন চাতাতো-জেঠাতো বোন। ৬ নভেম্বর সোমবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের রাউজানে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর গশ্চি গ্রামের নুরুল ইসলাম সওদাগরের বাড়িতে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু কন্যার মৃত্যুর ঘটনাটি এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
একই সময়ে পরিবারের দুই আদরের শিশু সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।স্থানীয় লোকজন জানান, এলাকার মধ্যপ্রাচ্যের আবুধাবী প্রবাসী সালাউদ্দিনের সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা রেখা আক্তার ও একই পরিবারের মৌলানা কামালের সাড়ে চার বছর বয়সী শিশু কন্যা সামিরা আক্তার বাড়ির সদস্যদের অগোচরে খেলার এক পর্যায়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুজির এক পর্যায়ে দুজনকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরিবারের দুই শিশু কন্যাকে চিরতরে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। দুপুরে তাদের লাশবাহী গাড়ী বাড়িতে প্রবেশ করলে এলাকার শত শত নারী পুরুষ লাশ দেখতে ছুটে আসেন। বেলা ২টার দিকে রেখা আকতারের নামাজে জানাজা শেষে তাকে চোখের জলে শেষ বিদায় জানান স্বজনরা। এদিকে মেয়েকে মেষবারের মতোন দেখতে আবুধাবি থেকে রাতে মাওলানা কামাল দেশে আসার পর তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনরা। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply