হাটহাজারীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭, আহত ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া নামক স্থানে বাস এবং সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ সংলগ্ন খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনাটি হয়।

স্থানীয় সূত্রে জানা যায় নিহতরা সবাই পটিয়া থেকে ফটিকছড়িতে আত্মীয়র শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার ঘটনার খবর হয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, চারিয়াতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সরেজমিনে আসছি। রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মেডিকেলে পাঠাচ্ছি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ছুটে আসি। লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। এখনো পর্যন্ত আহত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *