সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মালিকানাধীন সিএনজি ফিলিং স্টেশনে হামলা

সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ জলিল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কারাবন্দী লায়ন মোঃ আসলাম চৌধুরীর মালিকানাধীন সোনালী সিএনজি স্টেশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সকাল পৌনে ৬টার সময় এঘটনা ঘটে। হামলাকারীরা সিএনজি ফিলিং স্টেশনের অফিসে ভাংচুর করে। অফিসের দরজা জানালার গ্লাসও ভাংচুর করে। এ সময় বেশ কয়েকটি কটকেলও ছুড়ে মারে অফিসে। বিষয়টা নিশ্চিত করে সোনালী সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা সার্ভিস ইঞ্জিনিয়ার আবদুর রহমান বলেন, বুধবার সকাল পৌনে ছয়টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে ৭/৮ জনের মুখ বাঁধা লোক এসে ফিলিং স্টেশনে ভাংচুর করে।

এ সময় বেশ কয়েকটি কটকেল বিস্ফোরণ ঘটায়। তারা অফিসের সাইবোর্ড, অফিসের দরজা জানালার গ্লাস ভাংচুর করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অবগত হলাম। সিএনজি ফিলিং স্টেশনে হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *