চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ কাজলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঔই গ্রামের মোঃ এরশাদের সাড়ে তিন বছর বয়সী মেয়ে সামিয়া সুলতানা স্নেহা ও সাফিয়া সুলতানা সিনটিয়া।
নিহত দুইজন জমজ বোন। স্থানীয় রমজান আলী জানান, বিকালে নাস্তা করে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় দুই বোন। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি একপর্যায়ে বিকাল ৫টার সময় শিশু দুইটির পায়ের সেন্ডেল পুকুরের পানিতে ভেসে উঠলে তাদের মা নারগিস আক্তার দেখতে পাই। তার চিৎকারে সবাই এগিয়ে এসে পুকুরে নেমে দুইজনকে উদ্ধার করে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন। একসাথে একই পরিবারের দুই শিশু সন্তানকে হারিয়ে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।
Leave a Reply