২৪ ঘন্টা ডট নিউজ।রাউজান প্রতিনিধি : রাউজান উপজেলা হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসব ২০২০ সম্পন্ন হয়েছে।
পাঠ্যপুস্তক ছাড়াও রাউজানের সাংসদ মাননীয় এবিএম ফজলে করিম চৌধুরী’র ব্যাবস্থাপনায় রাউজান উপজেলার ১৮২ প্রাথমিক বিদ্যালয়ের বিশ হাজার শিক্ষার্থিদের মধ্যে টিপিন বক্স বিতরণের অংশ হিসেবে অত্র বিদ্যালয়েও শিক্ষার্থীদের মাঝে টিপিন বক্স বিতরণ করা হয়।
বিদ্যালয় সহকারি শিক্ষক মাওলানা ওবাইদল্লাহ সাহেবের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিৎ ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ দিদারুল আলম ক্বাদেরী।
অনুষ্টানের সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব জানে আলম শরীফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোগল চৌধুরী, লিটন নন্দী, মাওলানা ওবাইদল্লাহ ও উত্তর হলদিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, অর্থ সম্পাদক জামশেদুল আলম, আশরাফুল আলম।
উপস্থিৎ ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক বিদ্যালের শিক্ষার্থি বৃন্দ। এবার সমাপনী পরীক্ষায় গুনগত মান নিয়ে শতভাগ কৃতকার্য হওয়ায় বিদ্যালয় সভাপতি মাওলানা দিদারুল আলম আলক্বাদেরী বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও অভিভাবকের প্রতি অভিনন্দন জ্ঞ্যাপন করেন।
Leave a Reply