এতিম, দুস্থ ও পথ শিশুদের মাঝে কম্বল,শীতের প্রসাধনী এবং খাবার বিতরণ করেছে চট্টগ্রাম বিভাগের ফেইসবুক ভিত্তিক গ্রুপ আমরাই ভাল এবং সেরা এসএসসি ২০০০-এইচএসসি ২০০২ ব্যাচ (We are B&B ssc2000-hsc2002, Chattogram Division)।
শুক্রবার (৩ জানুয়ারী) নব গঠিত ফেইসবুক ভিত্তিক গ্রুপটির পক্ষ থেকে চট্টগ্রাম শহরের হালিশহর এলাকায় অবস্থিত ৫ টি মাদ্রাসায় শিক্ষারত শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতে ব্যাবহার্য প্রসাধনী এবং তাদের জন্য দুপুরে খাবারের আয়োজন করা হয়।
মাদ্রাসাগুলি হলো- দারুল আনসার মাদ্রাসা, উন্মুল কোরআন মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, আমেনা সুলতানা মাদ্রাসা এবং মারকাজুল তালিম মাদ্রাসা।
একই দিন হালিশহর এলাকায় অবস্থিত পথ শিশুদের “আমাদের স্বপ্নকুঁড়ি স্কুলে” ৬৫ জন ছাত্র-ছাত্রীদের জন্য প্রায় ছয়মাস ব্যাবহার উপযোগী শিক্ষা সামগ্রী (কাগজ, কলম, পেন্সিল, রাবার, কাটার এবং স্কেল ইত্যাদি) প্রদান করা হয়েছে।
শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন পাঁচটি মাদ্রাসার খতীব বৃন্দ, পথ শিশুস্কুলের শিক্ষকবৃন্দ এবং বি এন্ড বি গ্রুপ্রের ক্রিয়েটর মোর্শেদ আহাম্মেদ, এম এইচ সোহেল, এম হোসেন রানা, উপদেষ্টা পরিষদের- আসিবুল আরিফ শান্ত, মেহেদী হাসান, সাইফুল সবুজ, মোঃ সাইফুল ইসলাম, গ্রুপের কার্যকারী সদস্য- সালাউদ্দিন, মিজান, তানভির ইসলাম, আর কে রেজা, মোঃ তানভির, মোঃ মাহফুজ, আক্তার বেঞ্জিমা, মহসিন সুমন সহ আরো অনেকে।
গ্রুপটির উক্ত আয়োজনে বিশেষভাবে সহোযোগীতা করেছে ইউসুফ রাসেল, হোসাইন মোঃ শাহাদাত, ফারজানা তানিয়া, আলতাফ প্রমুখ।
ভবিষ্যতেও ফেইসবুক গ্রুপটির সদস্যবৃন্দ বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
Leave a Reply