সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পুকুরে পড়ে তাসফিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার সময় উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতেরপাড়া গ্রামের আমির হোসেন মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত তাসফিন ওই বাড়ির রিয়াজ উদ্দিন তুষানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে একই এলাকার তাঁতীলীগ নেতা এম এইচ হেলাল জানান, ভোরে দাদার সাথে নাস্তা করে ঘর থেকে বাহিরে খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার চাচী পুকুরে গেলে মৃতদেহ পানিতে ভেসে উঠলে দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
Leave a Reply