রংপুর-রাজশাহীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের তালিকা (আংশিক)

আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। আজ সকাল থেকে দলটির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের বৈঠকে রংপুর ও রাজশাহীর ৬৯ টি আসনের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের বলেছেন, বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি।

আগামী শনিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক। বিভিন্ন সূত্র থেকে বাংলা ইনসাইডার ৬৯ টি আসনে বেশ কয়েকজন মনোনয়ন প্রাপ্তের নাম নিশ্চিত করেছেন। রাজশাহী এবং রংপুরে যারা মনোনয়ন পেয়েছেন, তারা হলেন:

নুরুল ইসলাম সুজন পঞ্চগড়-২

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১

খালেদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২

ইকবালুর রহিম দিনাজপুর-৩

আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৪

আসাদুজ্জামান নূর নীলফামারী-২

টিপু মুনশি রংপুর-৪

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬

মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২

উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা-৩

আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২

শাহরিয়ার আলম রাজশাহী-৬

জুনাইদ আহমেদ পলক নাটোর-৩

তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১

তানভীর ইমাম সিরাজগঞ্জ-৪

শামসুল হক টুকু পাবনা-১

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *