গোলশান মেহরিন থেকে ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

পটিয়ায় গোলশান মেহরিন নামক রেস্তোরাঁ থেকে তিন ইয়াবা কারবারিকে হাতেনাতে ধরেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলেন— সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার  সিএনজি চালক আবদুল মান্নান (৪৫) ও নাজিম উদ্দীন (২৭) এবং পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের লালারখিল এলাকার কায়সার হোসেন (২৬)।

কমদামে সাতকানিয়া থেকে ইয়াবা কিনে পটিয়ায় বিক্রি করতে এসেছিলেন তারা। পটিয়া পোস্ট অফিস মোড়ের গুলশান মেহরিন রেস্টুরেন্টে বসে অন্য মাদক কারবারিদের হাতে দেয়ার কথা ছিল সঙ্গে আনা ৬শ পিস ইয়াবা।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই জাহাঙ্গীর হোসেনসহ অফিসার ফোর্স গুলশান মেহরিনের নিচ তলা থেকে প্রথমে ২ জনকে এবং তার দেওয়া তথ্যমতে রেস্তোঁরার দ্বিতীয় তলা থেকে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের সাথে থাকা ৬০০ পিস ইয়াবা (যার বাজারা মূল্য আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকা) এবং সাথে থাকা একটি সিএনজি জব্দ করা হয়। পুলিশ আরো জানায়, কায়সার হোসেন খরনা এলাকায় মাদকের ডিলার। সে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করে আসছিল। পুলিশ সক্রিয় হওয়ায় সবার চোখকে ফাঁকি দিতে রেস্তোঁরাসহ ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের সাথে স্থানীয় আরো অনেকেই জড়িত আছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *