আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নৌকার মাঝি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মাস্টার আবুল কাসেম এর বড় পুত্র, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। রোববার বিকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের নাম ঘোষণা করেন। কে হচ্ছে সীতাকুণ্ডে নৌকার মাঝি, বেশ কিছুদিন চায়ের কাপে ঝড় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলে আসছিল।
অবশ্য দলীয়ভাবে ঘোষণার একদিন আগেই নেতাকর্মীদের মাঝে এস এম আল মামুন এবার সীতাকুণ্ডের নৌকার বৈঠা ধরছেন এমন সংবাদ এক প্রকার নিশ্চিত হয়ে যায়। এবারের নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে দলীয় মনোনয়ন লাভের আশায় ফরম সংগ্রহ করেন ১১জন। তাদের মধ্যে আলোচনায় থাকেন ৪জনের নাম। এদিকে এস এম আল মামুন এর নামটি নিশ্চিত হওয়ার পর পরই সীতাকুণ্ডে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্য বয়ে যায়।
Leave a Reply