সীতাকুণ্ডে পিক-আপ ভ্যানের চাপায় নুরুল আলম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ নুরুল আলম হেঁটে সড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধ নুরুল আলম ওই ইউনিয়নের মহালঙ্গা গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বড় দারোগারহাট এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী অজ্ঞাত গড়ি বৃদ্ধ নুরুল আলমকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply