সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই বাছাই এ বাতিল হয়েছে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের চারজনের মনোনয়নপত্র। সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা ৯ জনের যাচাই বাছাই শেষে বৈধ হয়েছে ৫ জনের। যাদের বাতিল হয়েছে তারা হলেন বর্তমান এমপি দিদারুল আলম (স্বতন্ত্র), সালাউদ্দিন (স্বতন্ত্র), লায়ন মোহাম্মদ ইমরান(স্বতন্ত্র) এবং বিএনএফ প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন।
এছাড়া মনোনয়নপত্র বৈধ হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আল মামুন, জাতীয় পার্টির দিদারুল কবির, তৃনমূল বিএনপির খোকন চৌধুরী, ইসলামিক ফ্রন্টের মোঃ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ কনগ্রেস প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরীর।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) কে.এম রফিকুল ইসলাম জানান, বর্তমান এমপি দিদারুল আলম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু তিনি দলীয় পদের কোন কাগজপত্র জমা দেননি। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের ১ পার্সেন্ট জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিলো, মোহাম্মদ ইমরানের ১ পার্সেন্টের তালিকা ভুল ছিলো, বিএনএফ এর প্রার্থী ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেননি। এ কারণে উনাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
Leave a Reply