চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে নাট্যকলায় শিক্ষা কার্যক্রম সম্পন্নকারী শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা প্রাক্তনী’র এক সাধারণ সভা গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তনী মঈন উদ্দিন কোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আগামী দুই বছরের জন্য একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত হয়। সর্ব সম্মতিক্রমে নির্বাচিত এই কমিটির সভাপতি হয়েছেন জোবায়দুর রশীদ, সহ-সভাপতি অভিজিৎ সেনগুপ্ত অপু ও স্বপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা, সাংগঠনিক সম্পাদক বাবর খাদেমী, অর্থ সম্পাদক সুজিত দাশ বাপ্পি, দপ্তর সম্পাদক সুবীর মহাজন এবং নির্বাহী সভ্য হলেন মোসলেম উদ্দিন সিকদার লিটন, আমিনুর রহমান মুকুল, আবুল কালাম আজাদ, মঈন উদ্দিন কোহেল ও রোকসানা করিম মুক্তি।
সভায় প্রয়াত নাট্যজন রণজিৎ রক্ষিত, শান্তুনু বিশ্বাস ও ফারহানা পারভীন প্রীতির জন্য শোক প্রস্তাব গৃহীত হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
Leave a Reply