সীতাকুণ্ড প্রতিনিধি: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে সীতাকুণ্ডে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহাম্মদ মুসা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষক আবু জাফর মোঃ সাদেক এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনিল বড়ুয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একে এম মছিউদৌলা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন ভুইয়া, সদস্য বেলাল হোসেন, পলক কান্তি, মুন্নী সেন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, শেখ সালাউদ্দিন, সঞ্জয় চৌধুরী, নন্দন রায়সহ উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন এনজিও সংস্থা সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply