সড়ক দূর্ঘটনা নিয়ে সেতুমন্ত্রীকে সীতাকুণ্ড ছাত্রলীগ নেতার খোলা চিঠি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্তর্গত সীতাকুণ্ড উপজেলার মূল সড়কে বেশ কিছুদিন যাবত সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিকট খোলা চিঠি লিখেছেন স্থানীয় ছাত্রলীগ নেতা আরডি সাদেক।

২৪ ঘণ্টা ডট নিউজের পাঠকদের জন্য চিঠির লেখা হুবহু তুলে ধরা হলো-

প্রিয় ওবায়দুল কাদের ভাই,
শ্রদ্ধা ও সালাম রইল! আপনি গনপ্রজাতন্ত্রী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হওয়ার পর আজকের দিন পর্যন্ত সবচেয়ে তড়িৎ এবং বড় সিদ্ধান্তটা ছিল মহাসড়কে ৩ চাকার সিএনজি বন্ধ করা! সিএনজি’র কারনেই নাকি বেশি বেশি সড়ক দূর্ঘটনা ঘটে থাকে! ঢাকা-চট্টগ্রাম (সীতাকুন্ড) মহাসড়কে অন্তত গত একমাসের খোঁজ নিয়ে দেখবেন কয়টা হতাহতের ঘটনা ঘটেছে? এখন কিন্তু মহাসড়কে সিএনজি নেই,তাহলে কেন এই দূর্ঘটনা? যে অজুহাতে হাজারো সিএনজি ড্রাইভার বেকার হয়েছে,যে অজুহাতে সিএনজি মালিক ব্যবসায়ীরা নিঃস্ব হয়েছে! দূর্ঘটনা বন্ধ হয়নি,কিন্তু একটা অদৃশ্য অজুহাতে অনেক গুলো পরিবার সাময়িক অর্থনৈতিক কষ্টে দিন কাটিয়েছে! সমস্যা সমাধানের স্বার্থেই ঐ সিএনজি বন্ধ করা হয়েছিল কিন্তু সমস্যা সমাধান হল কই? সিএনজি বন্ধ করার পূর্বে সিএনজির পরিবর্তে বিকল্প ব্যবস্থা গ্রহণ না করেই বন্ধ করে দিয়েছিলেন! আপনার কি মনে হয় এখানকার প্রত্যেক পরিবার আর্থিক ভাবে স্বচ্ছল? সিএনজিতে স্বল্প খরচে পরিবার পরিজন নিয়ে যাতায়াত করা যেত,কিন্তু সিএনজি বন্ধ হওয়াতে মধ্যবিত্ত পরিবার গুলোর স্বল্প ইনকামের ১টা বড় অংশ বাজেট করে রাখতে হয় যাতায়াত ভাড়া বাবদ! আমাদের প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত প্রাইভেট “কার” নেই! সিএনজি’র বিকল্প ব্যবস্থা করেই বন্ধ করা উচিত ছিল!

যাইহোক, পূর্বের দূর্ঘটনা গুলো সিএনজি’র কারণে হত বলে মহাসড়ক হতে সিএনজি বন্ধ করে দিয়েছিলেন দূর্ঘটনা রোধে! এখন প্রশ্ন হচ্ছে বর্তমান দূর্ঘটনায় যে প্রাণহানির ঘটনা ঘটছে সেটা কিসের কারনে, এবং প্রতিকার কি ?

আর ডি সাদেক
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *