মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত নিরীহ চা দোকানী

নিজস্ব প্রতিনিধি::::মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের কথাকাটাকাটির জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রতিপক্ষ মনে করে লাঠিসোটা নিয়ে হামলা করা হয়েছে এক নিরীহ চা দোকানীর উপর। হামলার ঘটনায় মারাত্মক আহত হয়েছেন চা-দোকানী আরাফাত হোসেন (২৫) ও রাহাত ( ২৭) নামের দুই জন।

বুধবার ( ১৩ নভেম্বর) রাত ৯ টায় মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড মিরসরাই স্টেডিয়াম এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

মারাত্মক আহত আরাফাত (২৫) ১০ নং মিঠানালা ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাত্তার পুকুর এলাকার আমান উল্লাহ ভূঁইয়া বাড়ির খাজা মহিউদ্দিন মেম্বারের ছেলে। হামলাকারীরা প্রতিপক্ষের একটি মোটরসাইকেলও ভাঙচুর করে। আহত আরাফাতের মিরসরাই কালিমন্দির মার্কেটে চায়ের দোকান রয়েছে।

আহত আরাফাত জানান, তার পাশ্ববর্তী ব্যবসায়ী বন্দু রাহাতের সাথে মিরসরাই কলেজ রোড় এলাকায় ফুচকা খাওয়ার জন্য যান‌।সেখানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক পক্ষ তাদেরকে প্রতিপক্ষ মনে করে স্টাম্প,লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মারাত্মক আহত হয় রাহাত ও আরাফাত। আহত দুইজনের মধ্যে আরাফাতের মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায় মাথায় মারাত্মক ক্ষত ও জখম নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরাফাত। তার দুই পা, হাত, পিট ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাহবুব জানান, আরাফাতের মাথার আঘাত খুবই গুরতর। যেকোন সময় তার অবস্থার অবনতি হতে পারে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো।

স্থানীয় বিশ্বস্থ সুত্রে জানা গেছে, স্থানীয় জায়গা জমির শালিশকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুর অনুসারী নয়নের সাথে মিরসরাই উপজেলা যুবলীগের অনুসারী সালমানের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে সন্ধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ দল ভারি করে ধাওয়া পাল্টা ধাওয়া করে এক পক্ষ অপর পক্ষকে। মধ্যখানে আহত হয় স্থানীয় নিরীহ দুই ব্যবসায়ী।

মিরসরাই থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আহতদের খোঁজ খবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *