চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে বস্তাবন্দি ১২ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শিশুটিকে অপহরণের পর ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বন্দরটিলা এলাকার হামিদ আলী সুকানীর বাড়ির পেছনের ড্রেন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ওই শিশুর নাম মো. আবদুল্লাহ (১২)। সে বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকার বর বানাই গ্রামের মাহমুদ তালুকদারের ছেলে।
ইপিজেড থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, গতকাল (বুধবার) সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। আজ (বৃহস্পতিবার) সকালে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ওই শিশুটিকে অপরহণ করে মুক্তিপণ দাবি করে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply