ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু মাগুরায়

.jpg

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরায় নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়। নিহত নাজমুল মাগুরা সদরের বরুণাতৈল গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে। তিনি শহরের পারনান্দুয়ালী মসজিদ মার্কেট এলাকায় ভাঙ্গারীর ব্যবসা করতেন।

প্রতিবেশী সোহাগ হোসেন জানান, নাজমুল গত শুক্রবার জ্বরে আক্রান্ত হন। ওইদিন পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

মাগুরায় নাজমুল মোল্লাসহ এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন হচ্ছেন- সদরের পুটিয়া গ্রামের জয়া সাহা, ধরহরা চাঁদপুর গ্রামের কলেজছাত্র সুমন মোল্লা ও সিকিরিটি কর্মী জয়নাল শরীফ।

এ পর্যন্ত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু আক্রন্ত হয়ে মোট ৪১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে পাঁচজন ভর্তি আছেন। যারা সবাই স্থানীয়ভাবে আক্রান্ত বলে জানিয়েছেন হাসাপাতালের ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *