চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই শতাধিক।
মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, সোমবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে।
সিনহুয়া জানিয়েছে, দেশটির গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এতে গুঁড়িয়ে গেছে বেশ কিছু ভবন। ঘটনার পর পরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ভূমিকম্পটির মাত্র ছিল ৬ দশমিক ২।
দ্য ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি লিনক্সিয়া চেংগুয়ানজেনের প্রায় ২৩ মাইল পশ্চিম উত্তর-পশ্চিমে মাটির ৬ মাইলের কিছুটা গভীরে আঘাত হানে। প্রাদেশিক রাজধানী ল্যানঝো ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ মাইল দূরে।
তবে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যমতে, ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার।
Leave a Reply