নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম ৬ রাউজান আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় পথসভা কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে এলাকার সাধারণ ভোটারদের আগামী ৭ ডিসেম্বর ভোটকেন্দ্রে গিয়ে স্বতস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন।
এ সময় তিনি বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও প্রচার-প্রচারনায় আওয়ামী লীগের প্রার্থী ফজলে করিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতিক নিয়ে প্রচারনা চালাচ্ছেন। বাকী তিন প্রার্থীর প্রচারনা এখনো চোখে পড়েনি।
গত বুধবার সকালে নির্বাচনী প্রচারনায় রাউজান আসলে উপজেলার প্রবেশদ্বার সর্তাব্রীজ এলাকায় নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীকে নৌকা সদৃশ্য ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতা-কর্মীরা। এরপর গহিরাস্থ পিতা-মাতার কবর জিয়ারত শেষে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পথসভায় অংশ নেন। বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নে পথসভায় বক্তব্য রাখেন। বৃহস্পতিবার উপজেলার বিনাজুরী ও গহিরা ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় অংশ নেন নৌকা প্রতীকের প্রার্থী ফজলে করিম চৌধুরী।
বিনাজুরী ইউনিয়নের তিনটি পথসভায় অংশ নেন তিনি। দুপুরে বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে পথসভায় বক্তব্যে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা উপহার দেওয়ার আহবান জানান।
এ সময় স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। প্রচারনার সময় বিনাজুরী কাগতিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির, নবগ্রহ মন্দির পরিদর্শন করেন এ বি এম ফজলে করিম চৌধুরী।
Leave a Reply