স্বতন্ত্র প্রার্থীর ইন্ধনে গভীর রাতে যুবলীগ নেতাকে আটক

পটিয়ায় যুবলীগ নেতা ডি এম জমির উদ্দীনকে নিজ বাস ভবন থেকে আটক করেছে জেলা ডিবি ও পটিয়া থানা পুলিশ।শুক্রবার ( ২২ ডিসেম্বর) ভোর রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।পটিয়া থানার ওসি (তদন্ত) মোঃ সোলায়মান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জমির উদ্দীনকে পূর্বের ওয়ারেন্ট থাকায় আটক করে চট্টগ্রাম জেলা ডিবি অফিসে নেয়া হয়েছে।

এদিকে জমির উদ্দীনকে আটক করায় ভোর ৬ টা থেকে সকাল ৮টা পর্যন্ত পটিয়া উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক অবরোধ করে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পুলিশ এসে অবরোধ কারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।দুপুর ১২টায় যুবলীগ নেতা জমির উদ্দিনের মুক্তির দাবীতে যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে পটিয়ার প্রদান প্রদান সড়কে বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দেরা,এসময় বদিউল আলম বলেন স্বতন্ত্র প্রার্থীর কালো টাকার শক্তিতে প্রশাসনের অতি উৎসাহী অফিসারদের দিয়ে নৌকার প্রার্থীর সমর্থকদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য এই আটক বানিজ্য চালিয়ে যাচ্ছে, আমরা সর্বশক্তি দিয়ে এইসব ষড়যন্ত্র নস্যাৎ করে নৌকাকে বিজয়ী করে দাঁতভাঙ্গা জবাব দিবো,বিক্ষোভ মিছিলের আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা পজ্ঞাজোতি বড়ুয়া লিটন, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ,সোহেল মোহাম্মদ নিজামুদ্দিন,পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন, সাইফুল ইসলাম,সাইফুদ্দীন ভোলা,শ্রমিকলীগ নেতা শফিকুল ইসলাম, দিহান চৌধুরী,সাইফুল ইসলাম জুয়েল প্রমূখ।

চট্টগ্রাম-১২পটিয়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। নেতাকর্মীদের শান্ত থাকতে বলেছি। অচিরেই সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *