সবার অংশগ্রহণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার ঢাকা থেকে সড়কপথে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মোহাম্মদ আলী বাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সরকার জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। স্বাধীন নির্বাচন কমিশন একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (সদর) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য মুজিবুল হক, ফেনী-২ (ফেনী সদর) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ, ফেনী সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল করিম শামীম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।
Leave a Reply