আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী, আকবরশাহ আংশিক আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার গণসংযোগ করেছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের এক নম্বর সমাজ, পাথুরীঘোনা এবং বিকালে ফয়েজলেক ও আকবরশাহ এলাকার বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। পরে পাথুরী ঘোনা এলাকায় নির্বাচনী অফিসে উক্ত এলাকার ভোটাদের সাথে এক মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনামলের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে জাতীয় পার্টি মার্কা লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়। দেশের দুঃসময়ে জাতীয় পাটির সরকার দরকার। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছে। তাই সবাই নিঃভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাটি চট্রাগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুন্নবী ভুঁইয়া, উত্তর জেলা সদস্য ওমর ফারুক, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এজে এম বেলাল উদ্দিন, সলিমপুর ছিন্নমূল জাতীয় পাটির সভাপতি মোঃ হাবীব, সহসভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী।
Leave a Reply