নির্বাচন সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় অঞ্চল সন্দ্বীপে মোতায়েন করা হয়েছে কোস্টগার্ড।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোর থেকে সন্দ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কোস্টগার্ড মোতায়েন করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান জানান, আগামী ৩ জানুয়ারি থেকে সেনাবাহিনীও মাঠে নামবে। সন্দ্বীপে দায়িত্ব পালন করবে কোস্টগার্ড। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সারা দেশের নির্বাচনী এলাকায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
জানা গেছে, সন্দ্বীপ ছাড়াও চট্টগ্রামের ১৫টি আসনে বিজিবি ও র্যাবের ৩২টি টহল টিম এবং সঙ্গে একটি করে গোয়েন্দা টিমও মাঠে নেমেছে। তারা নির্বাচনী এলাকাগুলোতে নিয়মিত টহল দিচ্ছে।
সরেজমিনে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেইট, জিইসি, খুলশী মোড় ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যরা সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় টহল দিচ্ছেন।
বিজিবি-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন সংসদীয় আসনে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের ১১টি আসনে মোতায়েন করা হয়েছে ৭৪ প্লাটুন বিজিবি। আর এ আসনগুলো বাদে বাকি চার আসনে বিভিন্ন ব্যাটালিয়নের আরও ২২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
Leave a Reply