আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার প্রতীকের মোঃ মোজাম্মেল হোসেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ৪ আসনের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল ১০ থেকে জঙ্গল সলিমপুর, ১০ নং ছলিমপুর ইউনিয়নের কালিরহাট পাকা রাস্তার মাথা, ফকির হাট, কালুশাহ নগর, বাংলা বাজার, ফৌজদার হাট, জলিল সিড়িএ এলাকাসহ বিভিন্ন স্থানে গণ সংযোগে অংশ নেন। এসময় মোজাম্মেল হোসেন ভোটারদের উদ্দ্যেশে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি জঙ্গল ছলিমপুর বাসিদের জায়গা বন্দবস্তির ব্যবস্থা করবো।
জেলেদের জন্য মাছ মারা বন্ধ থাকার সময় ভাল একটি সম্মানির ব্যাবস্থা করবো, শীপ ইয়াড়ের শ্রমিকদের জন্য ভাল সম্মানী দিতে মালিক পক্ষকে দাবি জানাবো, এছাড়া সমাজ থেকে মাদক ইভটিজিং, বাল্য বিবাহ বন্ধসহ একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করবো। শিক্ষিত বেকার যুবকদের চাকুরী দেওয়ার জন্য মালিক পক্ষকে কোটা নিদ্দারনে ব্যবস্থা করবো। গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাবেক সভাপতি আলহাজ্ব মৌলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দীন আব্দুল, মান্নান জিকু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক জাহেদুল আলম, সহ-অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, সলিমপুর ইউনিয়ন সভাপতি মৌলানা মহিউদ্দিন আবু শাকির, ইসলামিক যুবক ফ্রন্ট সভাপতি মোরশেদ, ছাত্রসেনা সভাপতি আবদুল আল মামুন, আমজাদ হোসেন, মান্নান সওদাগর, মোঃ এনামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply