বিদেশ গমনেচ্ছুদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, সরকার প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছে। এ মূহুর্তে কোন কোন্ দেশ কর্মী নিতে আগ্রহী সে তথ্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর ওয়েব সাইটে প্রতিনিয়ত হালনাগাদ করা হয়। সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি ভূমিকা রাখতে হবে।

আজ ৩০ ডিসেম্বর শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রবাসীদের কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, অনেক বেশি কষ্ট লাগে যখন পত্রিকায় পড়ি বা টিভিতে ডকুমেন্টারি দেখি, কিছু মানুষ অবৈধভাবে বিদেশে যেতে ভূমধ্যসাগরে ও বঙ্গপোসাগরে নৌকাডুবিতে আকালে মারা যাচ্ছে। তারা মালয়েশিয়া কিংবা মধ্য আমেরিকার গহীন অরণ্যে পাচার চক্রের কাছে জিম্মি হয়ে সর্বস্ব হারাচ্ছে। চট্টগ্রাম কিংবা কুমিল্লা জেলার তুলনায় ঢাকা জেলায় প্রবাসীর সংখ্যা অনেক কম। তা সত্তে¡ও চট্টগ্রাম কিংবা কুমিল্লার তুলনায় ঢাকা জেলার প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের পরিমান দ্বিগুণ। এর প্রধান কারন, ঢাকা জেলার বেশিরভাগ লোক নিজের যোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করে বিদেশ যায়। সুতরাং ক’জন শ্রমিক বিদেশে যাচ্ছে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ-কত জন শ্রমিককে দক্ষ কর্মী হিসেবে সে দেশে আমরা প্রেরণ করছি।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকরী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পান্না আকতার। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ওয়েল ফেয়ার সেন্টার এর সহকারী পরিচালক মোঃ আজিজুল ইসলাম ভুইয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের আঞ্চলিক প্রধান ফেরদৌস খায়ের ও রাউজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিমুল বড়ুয়া।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, আমরা বিদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করি আবার একইভাবে জনশক্তিও রপ্তানি করি। পণ্য বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করে রপ্তানি করার ফলে বহির্বিশ্বে দেশের পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। একইভাবে জনশক্তিকে আরো বেশি দক্ষ জনশক্তিতে পরিণত করে প্রেরণ করলে, বিদেশে প্রাবাসীদের কল্যাণ ও মর্যাদা বৃদ্ধির সাথে সাথে দেশের মর্যাদাও বৃদ্ধি পাবে। এসময় তিনি বিদেশ গমনেচ্ছুদের নিজেদের দক্ষতা নিশ্চিত করে অবৈধ পথ পরিহার করে বৈধ উপায়ে বিদেশ যেতে অনুরোধ জানান।

আলোচনা সভা শেষে চট্টগ্রামে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী প্রবাসী পুরুষ কর্মী সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ রুবেল ও সংযুক্ত আরব আমিরাত থেকে মহিলা কর্মী তানিয়া আকতারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *