চট্টগ্রাম ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে পবিএ ফাতেহা এ ইয়াজ দাহুম উপলক্ষে হাজী মোশারফ আলী প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে পবিএ ফাতেহা-এ ইয়াজ দাহুম স্বরনে
প্রতি বছর ন্যায়
আজ ৩ জানুয়ারী ২৪ বুধবার ৩৪ তম আজিমুশান বিশাল সুন্নি সম্মেলন অনুস্টিত হতে জাচ্ছে এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত করবেন ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানাশীন,ও আহলে সুন্নাত ওয়াল জানাতের মহাসচিব পীরে তরিকত আল্লামা ছৈয়্যদ মু্হাম্মদ মছিহুদ্দৌলা মাঃজিঃআ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী সাহেব। প্রধান বক্তৃা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী বিশেষ বক্তৃা আল্লামা মুফতি গোলাম কিবরিয়া আল আযহারী
ও আল্লামা ইদ্রিস আনসারী সহ বহু ওলামায়ে কেরাম লেখক গবেষক সামাজিক রাজনৈতিক তরিকত সংগঠন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত তাকবেন সুন্নী সম্মেলন সফল করার জন্য সর্বস্তরে সুন্নি জনতার প্রতি আহবান জানিয়েছে গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদ সুন্নী সমাবেশ পরিচালনা কমিটি।
Leave a Reply