ইতালিয়ান নাগরিক ও আন্তর্জাতিক ফটোগ্রাফার ক্রিস্টিনা জেমা ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম নগরের কাজীর দেউরি এলাকায়। মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১১ টায় কোতোয়ালি থানার কাজীর দেউরি ১ নম্বর গলির মুখে এ ঘটনা ঘটে।
সম্প্রতি আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে ক্রিস্টিনা জেমা এর তোলা ছবির প্রদর্শনী সম্পন্ন হয়।
ক্রিস্টিনা জেমা পুলিশকে জানিয়েছেন, তিনি এবং তাঁর দুই বন্ধু শিল্পকলা একাডেমি থেকে জামালখান যাচ্ছিলেন। পথে এটিএম বুথ থেকে ত্রিশ হাজার টাকা উত্তোলন করেছেন। ব্যাগে সেই ত্রিশ হাজার টাকা, মোবাইল এবং ক্যামেরা ছিল। কাজীর দেউরি ১ নম্বর গলির মুখে সিএনজি যোগে আসা ছিনতাইকারিরা তাঁর গা ঘেঁষে সিএনজির গতি কমিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ওবায়েদুল হক বলেন, বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। খুব সহসা ছিনতাইকারীদের গ্রেফতার করার আশা রাখছি।
Leave a Reply