ফটিকছড়িতে স্বতন্ত্র প্রার্থী তৈয়্যবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ; শুনানি আজ

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০২ ফটিকছড়ি আসনে তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুসাইন মুহাম্মদ আবু তৈয়্যবের বিরুদ্ধে সাধারণ ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও রিটার্নিং অফিসারদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

জানা যায়, নির্বাচনী প্রচারণার মধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে বিভিন্ন সময় হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন তিনি।

ভোটের আগের দিন শনিবার রাত ৮ টায় ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুকে নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারদের হুমকি দেন আবু তৈয়্যব। এরই প্রেক্ষিতে চট্টগ্রামের যুগ্ম জেলা জজ রাজিয়া সুলতানা তার বিরুদ্ধে সমন জারি করেন। ভোটের দিন রবিবার সকাল দশ টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে এই অভিযোগের শুনানি গ্রহণ করা হবে এবং যে সকল ভোট কেন্দ্রে হুমকি দেওয়া হয়েছে, সেসব কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করবেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *