স্বতন্ত্র প্রার্থীর কথিত পিএস এজাজ টাকাসহ গ্রেফতার

ভোটের আগের রাতে চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এম এ এজাজকে (৪১) বিপুল পরিমাণ টাকাসহ হাতে নাতে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকায় এজাজের নিজ বাড়ি থেকে টাকাসহ আটক করে পটিয়া থানায় সোপর্দ করেছে পুলিশ। আটকের তথ্য নিউজনাউকে নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি জসিম উদ্দিন। তবে তার কাছ থেকে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজ এলাকায় স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে ভোট কিনতে গেলে ছদ্মবেশে ওৎ পেতে থাকা ডিবি পুলিশ তাকে আটক করে।

আটক এজাজের বিরুদ্ধে গাড়ি পোড়ানো, নৌকা প্রার্থীর এক সমর্থককে কোপানোসহ একাধিক মামলা রয়েছে। কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম হোসাইন রানা সময়ের কাগজকে বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর বির্তকিত এপিএস নুর রশিদ এজাজকে পুলিশ হাতেনাতে টাকাসহ আটক করেছে। তাছাড়া এজাজ কুসুমপুরাসহ আশপাশের এলাকায় ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা ছিল।

এ ব্যাপার পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সময়ের কাগজকে বলেন, এ বিষয়ে জানতে আমাকে আপনার মতো আরো কয়েকজন সাংবাদিক ফোন করেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম নির্বাচনী মাঠে কাজ করছে। তবে কোন বাহিনী আটক করেছে তা নিশ্চিত না হয়ে বলতে পারছি না। নিশ্চিত হয়ে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *