থানায় বসে ওসিকে ধমকে এসেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে আটক কাউন্সিলরকে ছাড়াতে গিয়ে এ ঘটনা ঘটান নানাকাণ্ডে বিতর্কিত এই এমপি।
রোববার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জলদি আশকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে থানায় যান মোস্তাফিজুর রহমান চৌধুরী। একজন পুলিশ সদস্য ভিডিও করার সময় ওসি তোফায়েল আহমেদের কাছে কাউন্সিলর আবদুল গফুরকে আটকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ধমক দেন।
এ সময় মোস্তাফিজুরকে শান্ত থাকার অনুরোধ জানালে তিনি বলেন, ‘শান্ত হবো না আমি। এটা আবার ভিডিও করে ছাড়ি দিছে’। পরে চেয়ার ছেড়ে উঠে চলে যান তিনি। একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আটক ব্যক্তিকে ছেড়ে দিচ্ছি।
ওসি তোফায়েল আহমেদ বলেন, কাউন্সিলর ভোটকেন্দ্রে মারামারি করেছেন। সেটা আইনে মানা। আমি সম্মানের সাথে তাকে আমার রুমে বসিয়েছি। তখন ভিডিও করা হয়নি।
Leave a Reply