চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। রবিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে থানায় বসে বাঁশখালী থানার ওসিকে মোস্তাফিজুরের ধমকানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ভোটে বিশৃঙ্খলার অভিযোগে আটক কর্মীকে ছাড়াতে গিয়ে ওসিকে হুমকি-ধমকি দেন নানাকাণ্ডে বিতর্কিত এই এমপি।
ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগেও, এই প্রার্থী একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ‘কিছু জানেন না’ বলে জানিয়েছেন নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।
Leave a Reply