দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ,পাহাড়তলী আংশিক) আসনে ৭ প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও জামানত হারিয়েছেন ৬ প্রার্থী। জামানত বাঁচাতে প্রদত্ত ১৫৮৯৪৮ভোটের ১/৮ অংশ(এক অষ্টমাংশ) অন্তত ১৯৮৬৯ ভোট দরকার ছিল। এ আসনের প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাতিল হয়। জামানত বাজেয়াপ্ত হয়েছে যারা তারা হলেন- জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী দিদারুল কবির দিদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান পেয়েছেন ৪ হাজার ৫শ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. মোজাম্মেল হোসেন পেয়েছেন ১ হাজার ৭২৩, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী ৬৭১, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ আকতার হোসেন ২৩৪, বাংলাদেশ কংগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩৪৫ ভোট।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্রে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে তার আসনের মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। এর চেয়ে কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত হারানোর বিধান রয়েছে। সে হিসেবে এক প্রার্থী ছাড়া বাকি ৬ প্রার্থী জামানত হারিয়েছেন মর্মে বিবেচিত হবে।
Leave a Reply